এই মুহূর্তে জেলা

শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়।

হাওড়া, ২৮ এপ্রিল:- এবার দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের সলপ-১ পঞ্চায়েতের ডাঁসি এলাকা। বৃহস্পতিবারের ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশ কেন অভিযুক্তকে ধরে ছেড়ে দিলো এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সরাসরি এই ঘটনায় নিজের দলেরই বিধায়ক ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

পঞ্চায়েত সদস্যের অভিযোগ সামান্য ছেলেদের মধ্যে একটা ছোট গোলমালকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে দুষ্কৃতিরা বেপরোয়া হামলা চালায়। দু’জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ডোমজুড়ের স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, এটা পারিবারিক ঘটনা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ওই পঞ্চায়েত সদস্যা ২০২১ সালে তৎকালীন বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। তাদের মুখে এইসব কথা মানায় না। ওই পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী এলাকায় বেআইনিভাবে জলের সংযোগ দিয়ে মানুষের কাছ থকে হাজার হাজার টাকা লুট করেছিল।’