এই মুহূর্তে কলকাতা

অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।

কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি।

আগের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তাই ফের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী বছরের ৩১ মার্চের পর স্বাস্থ্য প্রকল্পে ম্যানুয়াল কার্ড আর কার্যকরী থাকবে না। ফলে অনলাইনে নাম নথিভুক্ত করলে তবেই প্রকল্পের সুবিধা মিলবে।