হাওড়া, ১৭ মার্চ:- দোলের আগের সন্ধ্যায় নিয়ম মেনে বেলুড় মঠে হোলিকা দহন। চিরাচরিত রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যারতির পর বেলুড় মঠে হোলিকা দহন উৎসব পালিত হলো। দোলের আগের সন্ধ্যায় মঠের পূর্বদিকে গঙ্গার পাশে এই অনুষ্ঠান হয়। প্রথমে সন্ন্যাসীরা পূজা করেন। তারপরে হোলিকার অগ্নি দেওয়া হয়। এরপর সবাই মিলে অনুষ্ঠানে মেতে ওঠেন।
Post Views: 572