উঃ২৪পরগনা, ৭ মার্চ:- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ১৩ জন ছাত্র পরীক্ষা দিতে না পারায় বিক্ষোভ দেখালো আগরপাড়া মহাজাতি বালক বিভাগে। ঘটনাটি ঘটেছে আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলের গেটে। আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের ১৩ জন ছাত্র এডমিট কার্ড আসেনি সেই ১৩ জন ছাত্র এবং অভিভাবকরা আগরপাড়া মহাজাতি বিদ্যালয় পরীক্ষার সেন্টারে আসে পরীক্ষা দেবার জন্য।
কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের বলে দেয় এডমিট কার্ড না থাকলে স্কুলের ভিতরে প্রবেশ করা যাবে না। তখন তারা স্কুলের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়ে। স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতিতে জীবনের প্রথম বড় পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারা ছাত্ররা। এই খবর পেয়ে খড়দা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এবং তারা অভিভাবক এবং ছাত্রদের সাথে কথা বলে স্কুলের গেট ফাঁকা করে দেয়। অভিভাবকরা তখন ছাত্রদেরকে নিয়ে পরীক্ষার সেন্টার থেকে ফিরে যায় একটা বছর এই ছাত্রদের নষ্ট হল এর দায়িত্ব কে নেবে।