এই মুহূর্তে দেশ

“পুলিশের হাত থেকে পালাতে গেলে” হায়দরাবাদে  পশুচিকিৎসকের গণধর্ষণ ও পুড়িয়ে মারায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে মৃত্যু।

সোজাসাপটা ডেস্ক,৬ ডিসেম্বর:- “পুলিশের হাত থেকে পালাতে গেলে”  হায়দরাবাদে  পশুচিকিৎসকের গণধর্ষণ ও পুড়িয়ে মারায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে মৃত্যু হল। শুক্রবার ভোরে তারা “পুলিশের হাত থেকে পালাতে গেলে” তাদের গুলি করা হয়। পুলিশ তাদের শাদনগরে ঘটনাস্থলে অপরাধের পুনর্নির্মাণ করাতে নিয়ে গিয়েছিল। ভোররাত তিনটের সময় অভিযুক্তদের দুজন পুলিশকে আক্রমণ করারও চেষ্টা করেছিল। গত ২৮ নভেম্বর যেখানে ওই যুবতীর দেহ মিলেছিল তার ১০০ মিটারের মধ্যেই তাদের মারা হয়েছে। ২৯ নভেম্বর ওই চারজনকে গ্রেফতার করা হয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                               তাদের সাতদিনের বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হয়েছিল। রাখা হয়েছিল চেরাপল্লি জেলে। সেখানে মিডিয়ার ভিড় এড়াতে তাদের ভোররাতে শাদনগরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবারই তাদের বিচারের জন্য তৈরি হয়েছিল বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট। নিহত অভিযুক্তরা হল  মহম্মদ আরিফ,  জল্লু শিবা,  জল্লু নবীন এবং  চেন্নাকেশবালু। তারা সবাই তেলেঙ্গানার নারায়ণপেটের বাসিন্দা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                এর কয়েক ঘণ্টা পরে পদস্থ পুলিশ অফিসাররা ঘটানাস্থলে পৌছন। ধর্ষিতার পরিবার এই ঘটনায় খুশি। সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, ‘ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি ৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের ৷’

There is no slider selected or the slider was deleted.