আরামবাগ, ২৭ ফেব্রুয়ারি:- আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিজেপির জেলার সভাপতি ও একাধিক ওয়ার্ডের প্রার্থীসহ বিধায়কদের অবস্থান বিক্ষোভ। বিজেপির অভিযোগ বুথ থেকে বিজেপি প্রার্থীদের বের করে দেওয়া থেকে শুরু করে রিগিং, ছাপ, বুথ দখল, বহিরাগতদের এনে ভয় দেখানো সহ যাবতীয় কু কর্ম করে ভোট করছে শাসকদল।পুলিশ প্রশাসন নির্বিকার।এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির। উপস্থিত ছিলেন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ, বিধায়ক বিশ্বনাথ কারক সহ বিজেপি প্রার্থীরা।
অপরদিকে সকাল থেকে নির্বিঘ্ন ভাবে ভোট হলেও বেলা যত বাড়ছে উত্তেজনার পারদ ও ক্রমশ বাড়ছে। এজেন্ট দের বুথ থেকে বার করে দেওয়া, প্রার্থীকে মারধর সহ প্রার্থীকে পিস্তল দেখিয়ে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর প্রাথমিক বিদ্যালয় ভোট দেওয়ার জন্য একাধিক ভুয়ো ভোটার। ভোটারদের নেই কোনো বুথ স্লিপ। ১৪৪ ধারা অমান্য করে ৭ নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে পড়ল বহিরাগতরা। দেখেও না দেখার ভান প্রশাসনের। পাশ কাটিয়ে চলে যেতে দেখা গেল ওই বুথের দায়িত্বে থাকা পুলিশ অফিসারদেরকে। সবমিলিয়ে ভোটের নামে প্রহশনের অভিযোগ বিজেপির।তবে সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃনমুল। তাদের দাবী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট হচ্ছে আরামবাগে।