হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- ফের পুকুর বোজানোর অভিযোগ হাওড়ায়। পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এইচআইটি ২ নং কোয়ার্টারের সামনে। স্থানীয় সাউদের পুকুর বোজানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে খবর পেয়েই শনিবার সকালে হাওড়ার পুর প্রশাশকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন দেবাংশু দাস সহ পুর আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে যান।
অবিলম্বে এই কাজ বন্ধের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন ব্যাঁটরা থানার পুলিশের অফিসারও। সুজয় চক্রবর্তী বলেন, পুকুরটা বোজানো হচ্ছিল। আমরা খবর পেয়েই এখানে আসি। সেই কাজ অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। পুরসভা, প্রশাসন বিষয়টি দেখছে। এইচআইটি’কেও বিষয়টি জানানো হচ্ছে। প্রয়োজন হলে জল ধরো জল ভরো প্রকল্পে পুকুরটির সংস্কার করা হবে।