হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- আবারও চুরির ঘটনা হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। জানা গেছে, বেলতলা ৪ নং বাম্পারে কাছে কাপড়ের দোকানে ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শংকর চন্দ্র নস্কর নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে। বৃহস্পতিবার রাতে দশটার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের শাটার ভাঙা।
সঙ্গে সঙ্গে তিনি মানিকপুর তদন্ত কেন্দ্রে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এলে এলাকার ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছুদিন আগে একটা মোবাইলের দোকানেও চুরি হয়েছিল। এখনও তার কোনও কিনারা করতে পারেনি মানিকপুর থানার পুলিশ। আবার একই ঘটনা ঘটল। রাতে এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন তাঁরা।









