হাওড়া,১ মার্চ:- চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী গোপাল বুধালিয়া। শনিবার রাতে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ। বিভিন্ন সূত্র পেয়ে রেড চলছিল। ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু পুলিশের চাপে অপহরণকারীরা বারবার পিছু হটছিল। শেষমেশ তারা বিনা মুক্তিপণেই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের চাপে বিপদ বাড়ছে দেখে অপহরণকারীরা নিজেরাই গাড়িতে চাপিয়ে শনিবার রাতে বেলুড়ের নিখোঁজ ছাঁট লোহার ব্যবসায়ীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। এরপর পুলিশ গিয়ে রাতেই ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে বালি থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ করা হয়। অপহরণকারীদের চিহ্নিত করা গেলেও এখনও কাউকে ধরা যায়নি। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানিয়েছেন, অপহরণকারীদের খোঁজ চলছে। উল্লেখ্য, গত বুধবার সকালে ব্যাঙ্কে এসে নিখোঁজ হয়ে যান গোপাল বুধালিয়া নামের ওই ব্যবসায়ী। প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপর সেই টাকার অঙ্ক দু’লক্ষে পৌঁছে যায়। জানা গিয়েছে উত্তরপাড়ায় আটকে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। একজনকে আটক করে অনেক তথ্য আসে পুলিশের হাতে। এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related Articles
করোনা অতিমারীর জের। ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠের দরজা।
হাওড়া , ২০ এপ্রিল:-করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি এখন বেসামাল। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠও। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে। পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানা গেছে। উল্লেখ্য, […]
৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি।
হুগলী, ২৩ ডিসেম্বর:- গোপন সূত্রে খবর পেয়ে ৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ। জিআরপি সূত্রে খবর উত্তরপ্রদেশ থেকে দুন এক্সপ্রেস করে হাওড়াতে নিয়ে আস হচ্ছে কচ্ছপ। সময় নষ্ট না করে অফিশার ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায়, এসআই সুমন ঘোষ সহ পিসি পাটির টিমকে নিয়ে ওথ পেথে বসে থাকেন শ্রীরাপুর স্টেশনে। সকাল ৮-৩০ মিনিটে এক […]
দুয়ারে সরকার মসৃণ ভাবে চালাতে আমলাদের পাশাপাশি নিযুক্ত করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।
কলকাতা, ২৪ মার্চ:- মসৃণ ভাবে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার শীর্ষ আমলাদের পাশাপাশি এবার নিযুক্ত হবেন শিক্ষক-শিক্ষিকারাও। জানা গেছে, দুয়ারে সরকার পরিচালনার জন্য এবার ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুরনিগম এলাকার ৩৩০জন শিক্ষক-শিক্ষিকাকেও এবারে ডাকা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার জেলার বদলে মহকুমাভিত্তিক ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব […]