কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব ব্যাটারি লাগিয়ে চালানোর পেটেন্ট পান কনিষ্ক সিনহা। ফলে ই- রিকশা গাড়িতে অন্যান্য সব গুণগত মান বজায় থাকলেও পেটেন্ট ফি না দেওয়া থাকলে তা বেআইনি বলে বিবেচিত হবে। ২০১৪ সালে পেটেন্টের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানিয়েছিলেন কনিষ্ক সিনহা।
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ২০১৫ সালের ২১ শে জানুয়ারি প্রশাসনকে বেআইনি ই-রিকশা বা টোটো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর তো হয়নি বরং হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পেটেন্ট ফি ছাড়াই অতিরিক্ত ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। কনিষ্ক বাবু আলিপুর আদালতে কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকার সহ দেশের সব অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিরুদ্ধে এক বিশেষ মামলা করেন। সেই মামলা অনুযায়ী প্রতিটি টোটোর পেটেন্ট ফি বাবদ তাঁর সংস্থার পাঁচ হাজার টাকা প্রাপ্য। কিন্তু তা না দিয়ে ও হাইকোর্টের নির্দেশ অনুসরণ না করে ইতিমধ্যেই ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। এরফলে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ ।লক্ষ টাকা। কনিষ্ক সিনহা দাবি করেন পেটেন্ট ফি ছাড়াই ই-রিকশা রেজিস্ট্রেশন প্রদানের প্রতারণা চলছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ড:অরুণ কুমার রাজ ও কনিষ্ক সিনহা সহ অন্যান্যরা।Related Articles
অবনমনের আতঙ্ক কাটিয়ে ফেলল ইস্টবেঙ্গল।
ঘরের মাঠেই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। এ দিন ম্যাচ জেতায় আগের হারের প্রতিশোধ নিলো লাল হলুদ শিবির। মুম্বইয়ে লাল-হলুদ শিবির ৩-১ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। আর এই জয়ের ফলে অবনমনের আতঙ্ক কাটিয়ে ফেলল ইস্টবেঙ্গল। লিগ টেবিলে ছ’ নম্বরে উঠে এল তারা। ম্যাচের পাঁচ মিনিটের মাথাতেই প্রথম গোলটি পান কোলাডো। দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংয়ের […]
চন্দননগর পুরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ তৃণমূলের।
সুদীপ দাস , ১৪ জানুয়ারি:- চন্দননগরের পুরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার চন্দননগরের ৩১নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। চন্দননগর শহরে উন্নয়নের লক্ষ্যে তৈরী এই ইস্তেহারকে মোট ১০ভাগে বিভক্ত করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে চন্দননগরের ১০ দিগন্ত। নিকাশি ও […]
শুভেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে , শুভেন্দুর অনেক অজানা কথা সোজাসাপটায়।
কলকাতা , ১৪ ডিসেম্বর:- ২০২১ এর বিধানসভা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে গুঞ্জনের নাম শুভেন্দু অধিকারী। হ্যাঁ ঠিক শুনেছেন। এক সময় তৃণমূল কংগ্রেসের প্রধান ভরসা ছিল শুভেন্দুর কাঁধে।লোকসভা ভোটের পর জঙ্গলমহলে একের পরে এক পার্টি অফিস দখল পরে পুনরুদ্ধার করা যার উপর দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তিনি হলেন শুভেন্দু অধিকারী। এমন কি হলো যে শুভেন্দু অধিকারী […]







