কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব ব্যাটারি লাগিয়ে চালানোর পেটেন্ট পান কনিষ্ক সিনহা। ফলে ই- রিকশা গাড়িতে অন্যান্য সব গুণগত মান বজায় থাকলেও পেটেন্ট ফি না দেওয়া থাকলে তা বেআইনি বলে বিবেচিত হবে। ২০১৪ সালে পেটেন্টের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানিয়েছিলেন কনিষ্ক সিনহা।
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ২০১৫ সালের ২১ শে জানুয়ারি প্রশাসনকে বেআইনি ই-রিকশা বা টোটো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর তো হয়নি বরং হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পেটেন্ট ফি ছাড়াই অতিরিক্ত ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। কনিষ্ক বাবু আলিপুর আদালতে কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকার সহ দেশের সব অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিরুদ্ধে এক বিশেষ মামলা করেন। সেই মামলা অনুযায়ী প্রতিটি টোটোর পেটেন্ট ফি বাবদ তাঁর সংস্থার পাঁচ হাজার টাকা প্রাপ্য। কিন্তু তা না দিয়ে ও হাইকোর্টের নির্দেশ অনুসরণ না করে ইতিমধ্যেই ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। এরফলে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ ।লক্ষ টাকা। কনিষ্ক সিনহা দাবি করেন পেটেন্ট ফি ছাড়াই ই-রিকশা রেজিস্ট্রেশন প্রদানের প্রতারণা চলছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ড:অরুণ কুমার রাজ ও কনিষ্ক সিনহা সহ অন্যান্যরা।Related Articles
তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে , জানালেন শিল্পমন্ত্রী।
কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্যে সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থা এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এই শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় ১২৫তি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি বলেন, ইনফোসিস খুব শীঘ্রই এখানে তাদের প্রকল্পের কাজ শুরু করবে। শুরুর ২০ […]
প্রধানমন্ত্রীর জনতা কার্ফু কার্যত অঘোষিত বন্ধের চেহারা গোটা হুগলি জেলা জুড়ে। দেখুন ভিডিও টি।
হুগলি , ২২ মার্চ:- জনতা কার্ফুর ব্যাপক সাড়া হুগলি জেলা জুড়ে । রবিবার করোনা ভাইরাসের মোকাবিলা করতে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী,সেই মতো রবিবার সকালে ব্যাপক সাড়া মিলেছে জনতা কার্ফুর। হুগলি জেলার প্রায় সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা।সব দোকান বাজার বন্ধ।মাঝে মধ্যে কয়েকটা গাড়ি বা মানুষের দেখা মিললেও তা যে কোনো বনধ কেও হার মানায়। জেলার […]
নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ প্রতিবাদ দেখালো ছটি সার্ভিসের আধিকারিকরা।
কলকাতা , ১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার কেবলমাত্র ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের জন্য নতুন বেতনক্রম ও অন্যান্য সুবিধা প্রদানের কথা ঘোষণা করায় সমতুল পরীক্ষা দিয়ে আসা আরো ছটি সার্ভিসের আধিকারিকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিযুক্ত রাজস্ব, খাদ্য, শ্রম, এমপ্লয়মেন্ট, সমবায় এবং অডিট একাউন্ট সার্ভিসের মোট 4000 আধিকারিকদের যৌথ মঞ্চের তরফে এই বৈষম্য […]