কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব ব্যাটারি লাগিয়ে চালানোর পেটেন্ট পান কনিষ্ক সিনহা। ফলে ই- রিকশা গাড়িতে অন্যান্য সব গুণগত মান বজায় থাকলেও পেটেন্ট ফি না দেওয়া থাকলে তা বেআইনি বলে বিবেচিত হবে। ২০১৪ সালে পেটেন্টের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানিয়েছিলেন কনিষ্ক সিনহা।
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ২০১৫ সালের ২১ শে জানুয়ারি প্রশাসনকে বেআইনি ই-রিকশা বা টোটো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর তো হয়নি বরং হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পেটেন্ট ফি ছাড়াই অতিরিক্ত ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। কনিষ্ক বাবু আলিপুর আদালতে কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকার সহ দেশের সব অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিরুদ্ধে এক বিশেষ মামলা করেন। সেই মামলা অনুযায়ী প্রতিটি টোটোর পেটেন্ট ফি বাবদ তাঁর সংস্থার পাঁচ হাজার টাকা প্রাপ্য। কিন্তু তা না দিয়ে ও হাইকোর্টের নির্দেশ অনুসরণ না করে ইতিমধ্যেই ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। এরফলে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ ।লক্ষ টাকা। কনিষ্ক সিনহা দাবি করেন পেটেন্ট ফি ছাড়াই ই-রিকশা রেজিস্ট্রেশন প্রদানের প্রতারণা চলছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ড:অরুণ কুমার রাজ ও কনিষ্ক সিনহা সহ অন্যান্যরা।Related Articles
ভোটের আগে সব জন-প্রতিনিধিদের সোশ্যাল মিডিয়াকেই ব্যাবহার করার নির্দেশ তৃণমূলের।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃনমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে সামাজিক গনমাধ্যমকে আরও বেশি করে ব্যবহার করার লক্ষ্যে দলের সব বিধায়ক, সাংসদ ও জন প্রতিনিধিদের বিষয়টি গুরূত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আজ উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে দলের তথ্য প্রযুক্তি সেলের কর্মীদের প্রশিক্ষন দেওয়ার সময় এই বিষয়টির উপরে গুরূত্ব দেওয়া হয়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচী ও উন্নয়ন […]
হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে কিউ আর ব্যবস্থা চালু হচ্ছে।
কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার […]
রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির নিরিখে শীর্ষে কলকাতা।
কলকাতা, ১০ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে শহর ঘেঁষা বিভিন্ন জেলা। দূরবর্তী জেলার পুরসভা গুলিও অবশ্য পিছিয়ে নেই। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর পুর এলাকা গুলিতেই সংক্রমনের হার বেশি। এবার তাই রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে করোনা সংক্রমনের এলাকা ভিত্তিক তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে কলকাতার কোন কোন অংশে […]