এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে ব্যবসায়ীকে খুনের হুমকি টোটো চালকদের বিরুদ্ধে , প্রতিবাদে দোকান বন্ধ করে থানা ঘেরাও।

হুগলি, ২ ফেব্রুয়ারি:- ব্যবসায়ীদের খুন করার হুমকি টোটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে সমস্ত দোকান বন্ধ করে দিল ব্যবসায়ীরা। শ্রীরামপুর স্টেশন চত্বরের ঘটনা। একই সাথে শ্রীরামপুর থানা ঘেরাও ঘেরাও করে বিক্ষোভ ব্যবসায়ীদের। তাদের অভিযোগ বুধবার সন্ধ্যায় অটোচালকদের কয়েকজন এসে স্টেশন চত্বরে থাকা এক ব্যবসায়ীকে হুমকি দেয় খুন করার। তারই প্রতিবাদে তারা একজোট হয়ে স্টেশন চত্বরে থাকা সমস্ত দোকান বন্ধ করে দেয় এবং পরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। তাদের দাবি প্রশাসন আশ্বাস দিয়েছে স্টেশন চত্বরে টোটো পার্কিং করতে দেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা বৃহত্তর আন্দোলন করবে। যদিও ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করেছে অটো চালকরা।