হুগলি, ২ ফেব্রুয়ারি:- হুগলির বলাগড়ের ডুমুরদহে ভেজাল দুধের কারবারের হদিস মিলল। তিনজনকে গ্রেফতার করে ভেজাল সামগ্রী ও বহু সরঞ্জাম আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধায় ডুমুরদহে ওই ভেজাল দুধের কারখানায় হানা দেয় পুলিশ। যেখানে খাটালের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল দুধের কারবার। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু,সিআই মগড়া অরূপ ভৌমিক, ওসি বলাগড় সহ বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয় সেখানে। তল্লাসীতে ধরা পরে পাম তেল ও মনো পটাশিয়ামের মত রাসায়নীক। যার সাহায্যে দুধের পরিমান বাড়ানো হত। বেশ কিছু নামকরা দুধ কোম্পানীতে যেত এই ভেজাল দুধ।
আমূল, মেট্রো, ঠক্কর, রেড কাউ এর মত নামী কোম্পানীতে সরবরাহ করা হত বলে পুলিশি জেরায় জানিয়েছে অভিযুক্ত লক্ষণ ঘোষ। ডুমুরদহে দীর্ঘ দিন ধরে এই ভেজাল দুধের কারবার চালাচ্ছিল লক্ষণ। তার বাড়িতে পঁচিশটি গরু হয়েছে। সেই গরুর দুধের সঙ্গে ভেজাল মিশিয়ে দুধের পরিমান বাড়িয়ে বিভিন্ন নামি কোম্পানিতে গাড়ি করে দুধ সরবরাহ করত। এমনভাবে ভেজাল মেশানো হত যা পরীক্ষা করলেও ধরা পড়তো না। পামতেল, মনো পটাশিয়াম সহ বেশ কিছু ভেজালের কাঁচামাল এবং ভেজাল দুধ, দুধের ড্রাম ও একটি গাড়ি আটক করেছে পুলিশ। অভিযুক্ত লক্ষণ ঘোষ তার স্ত্রী এবং বৌদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে।