এই মুহূর্তে জেলা

দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় শান্তি মিছিল হল বিমান বসু, প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে।

 

হাওড়া,২৮ ফেব্রুয়ারি:-  দিল্লির ঘটনা নিয়ে দাঙ্গাবিরোধী শান্তি মিছিল হল হাওড়ায়। শুক্রবার বিকেলে বামফ্রন্ট, বামপন্থী সহযোগী দল ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে এই দাঙ্গাবিরোধী শান্তি মিছিলের ডাক দেওয়া হয়। এই শান্তি মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এছাড়া বামফ্রন্ট, তার সহযোগী দল এবং জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এদিনের মিছিলে পা মেলান। হাওড়া শিবপুর কাজীপাড়া থেকে এই মিছিল শুরু হয়। মিছিল হয় হাওড়া ময়দান পর্যন্ত। মিছিল থেকে আওয়াজ ওঠে দিল্লির বুকে দাঙ্গা বন্ধ করো। শান্তি-শৃঙ্খলা বজায় রাখো এবং দাঙ্গাবাজদের কঠোর শাস্তি দাও। এদিন বিমান বসু বলেন, দিল্লিতে দাঙ্গা হয়েছে। তাতে দাঙ্গাবাজদের শাস্তির দাবি এবং রাজ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য বজায় থাকে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে এই মিছিল আমরা আয়োজন করেছি। সারা দেশে শান্তির দাবিতে প্রতিবাদ মিছিল হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                     হাওড়া শহরেও হচ্ছে। কারণ যেভাবে বিজেপি, আরএসএসের নেতৃত্বে দিল্লির উত্তর-পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। রাজ্যে শান্তিশৃঙ্খলা ঐতিহ্য রক্ষা করতেই হাওড়া জেলায় আজ এই মিছিল করছি। উল্লেখ্য, এদিন মমতা-শাহ বৈঠকের প্রসঙ্গে কোনও প্রশ্নের জবাব দেননি বিমানবাবু। অন্যদিকে, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী যদি বৈঠকে না যেতেন আমি সবথেকে খুশি হতাম। বাংলার মানুষ খুশি হত। যিনি একদিকে মিছিল করতে বলবেন এনআরসি-র বিরুদ্ধে, আর একদিকে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন এটা চরম দুঃখের এবং দুর্ভাগ্যের। এই দু’মুখী রাজনীতি বন্ধ করা উচিত বলে আমি মনে করি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.