এই মুহূর্তে কলকাতা

ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নির্ণয়ের পাশাপাশি টিকা দেওয়ারও উদ্যোগ থাকছে দুয়ারে সরকার কর্মসূচিতে।

কলকাতা, ২৯ জানুয়ারি:- দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এবার চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগের পাশাপশি করোনা টিকা দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্যদফতরকে যুক্ত করা হয়েছে। এলাকার কোনও একটি ক্লাব বা সংগঠন বা পঞ্চায়েত অফিসে করোনার টিকা নিয়ে যাওয়া হবে।

যাঁরা এখনও করোনার প্রথম, দ্বিতীয় ডোজ পাননি তাঁরা প্রয়োজনীয় নথি দেখিয়ে টিকা নিতে পারবেন। এছাড়াও যাঁদের চোখের সমস্যা বা ছানি রয়েছে বা এক্সরে বা ইসিজি করতে হবে তাঁদের নাম নথিভুক্ত করা হবে। এই কাজ করবেন স্বাস্থ্য কর্মীরা। নির্দিষ্ট দিনে কাছের স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে গিয়ে এক্সরে বা ইসিজি করে চিকিৎসকের থেকে পরামর্শ নিতে পারবেন। অথবা হাসপাতাল থেকে ওষুধ নিতে পারবেন।