তরুণ মুখোপাধ্যায়, ২৬ জানুয়ারি:- বুধবার সাধারণতন্ত্র দিবসের সকালে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সমস্ত চল্লিশোর্ধ মহিলাদের সম্বর্ধনা জানানোর মাধ্যমে দিনটি পালন করা হলো। বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং হুগলি জেলা তৃণমূল ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ এর উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উপহার সামগ্রী, ফুল এবং মিষ্টি তুলে দেওয়া হলো। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীরবাবু জানান প্রতি বছর আমরা এই সাধারণতন্ত্র দিবসের দিনে স্থানীয় রাজবাড়ি
মাঠে প্রায় পাঁচ হাজার বাচ্চাকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করি। কিন্তু যেহেতু এখন করোনার আবহ চলছে যার জন্য আমরা সেই কর্মসূচি বাতিল করে এই মাঠেই একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি ভ্রাম্যমাণ গাড়িতে প্রায় ১২৫ জন ব্যক্তি রক্ত দিয়ে সাধারণতন্ত্র দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করল। সুবীরবাবু বলেন প্রতি বছর আমি আমার ওয়ার্ডের চল্লিশোর্ধ মায়েদের সম্বর্ধনা দিই এবং এইখানেই এই রাজবাড়ি মাঠে মায়েদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কিন্তু এ বছর কোভিড় মহামারীর জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের ছেলেরা তাদের সম্মান জানিয়েছেন।
এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন অভিনেতা ও উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায় ব্যাপক উৎসাহের সঞ্চার হয়। যেহেতু এবছর সামনেই পৌর নির্বাচন সুবীর বাবুর এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন তার সমাজসেবার কাজটি করলেন পাশাপাশি তার সঙ্গে সঙ্গেই ভোটের আগে মানুষের সঙ্গে যে জনসংযোগ এই পর্বটাও সেরে রাখলেন। বলতে গেলে এক ঢিলে দুই পাখিই মারলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।