দ:২৪পরগনা, ১১ জানুয়ারি:- প্রতি বছর গঙ্গা সাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের পাশাপাশি কোভিড বিধি মেনে সাগর মেলায় আসা পুন্যার্থীদের জন্যে সেবা কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ৷ কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে ইতিমধ্যেই ত্রান সামগ্রী ও কোভিড কিট সহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে গেছে গঙ্গাসাগরে৷ পৌঁছে গেছেন সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরাও৷
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই কয়েক হাজার স্বেচ্ছাসেবক লট এইট, কচুবেড়িয়া সহ বিভিন্ন জায়গায় মোতায়েম করা হয়েছে৷ যারা গঙ্গাসাগরে আসছেন তাদের সুষ্টু ভাবে সাগর মেলায় পৌঁছে দেওয়ার পাশাপাশি যাতে সাগরে স্নান করতে নেমে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্যে আশ্রমের ডুবুরি ও স্বেচ্ছাসেবক মোতায়েম করা হয়েছে।