হাওড়া, ৬ জানুয়ারি:- বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর প্রতিবাদে এবার পথে নামল ভারতীয় যুব মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় যুব মোর্চার কর্মীরা মধ্য হাওড়ার পঞ্চাননতলা বিজেপির পার্টি অফিস থেকে হাওড়া ময়দান ফাঁসিতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল করেন। এই মিছিলে প্রায় শতাধিক বিজেপি কর্মী অংশ নেন। ভারতীয় যুব মোর্চার হাওড়া সদরের সভাপতি ওমপ্রকাশ সিংহ অভিযোগ করেন পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর পিছনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দায়ী।
তিনি আরও অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস যেভাবে সিবিআই, প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে তাতেই পঞ্জাবে এমন ঘটনা ঘটেছে। এর জন্য তৃণমূলের উস্কানি দায়ী। বিজেপির এই অভিযোগ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন বিজেপি স্বীকার করছে তৃণমূল কংগ্রেস এখন প্রধান বিরোধী দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা নিয়ে পঞ্জাবের মানুষ সহমত প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন।