হাওড়া, ২৬ ডিসেম্বর:- এই পুর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। শুক্রবার বোলপুরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেছিলেন মুকুল রায়। মুকুলের ওই আলটপকা ‘বেফাঁস’ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় তাঁর পাশেই উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মুকুল রায়ের এমন মন্তব্যের পর পিছন থেকে একজন তাঁর ‘ভুল’ ধরিয়ে দিলে মুকুল রায় বলেন, ‘ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল।’ মুকুলের ওই মন্তব্য নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, ‘উনি শারীরিকভাবে সুস্থ নন। ভারসাম্যহীনভাবে কথা বলছেন।’ উল্লেখ্য, শুধু এবারই নয়, এর আগেও তৃণমূলে আসার পরে মুকুল রায় কৃষ্ণনগরে গিয়ে এমনই বিভ্রান্তিকর আলটপকা মন্তব্য করেছিলেন।
শনিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মুকুল রায় অসুস্থ। রাজনীতি নিয়ে এরকম ঘৃণ্য চেহারা এর আগে কখনও দেখা যায়নি। শুধু আবেদন করব মুকুল রায়ের পরিবারের কাছে, ওনার যারা অনুগামী ও পার্শ্বচর রয়েছে তাঁদের কাছে এবং তৃণমূল দলের কাছে যে ওনাকে পদত্যাগ করান। বাড়ি নিয়ে যান। চিকিৎসা করান। মানুষটাকে বাঁচান”। এর পাশাপাশি মুকুল রায়কে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন রাজ্য বিজেপির মুখপাত্র রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “আমিতো ওনার চিকিৎসক নই। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুক। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ। আমি চাইব উনি সুস্থ হয়ে সেরে উঠে ফিট হয়ে আবার রাজনীতির ময়দানে এসে কিছু বলুন। তখন আমরা এনিয়ে আলোচনা করব।”