এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।

কলকাতা, ২৪ ডিসেম্বর:- রাজ্য সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে। অন্তর্বর্তীকালীন হিসেবে সেই পদে মুখ্যমন্ত্রীকে আনার কথা ভাবা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি জানান এ ব্যাপারে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। তাই সাময়িকভাবে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে রাজ্য সরকারের পৃষ্টপোষিকতায় চলা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে সরিয়ে দেওয়া যায় কিনা সেই ভাবনাচিন্তা করা হচ্ছে। সাংবিধানিক ও আইনি দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাজ্যপাল পদে থেকে জগদীপ ধনখড় রাজ্য সরকারের সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না। বরঞ্চ নিরন্তর অসযোগিতার পাশাপাশি টুইটে আক্রমণ করে চলেছেন। সেই জায়গা থেকেই তাঁরা চাইছেন রাজ্যপালকে রাজ্যের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে অপসারিত করতে। পরবর্তীকালে অন্য কেউ রাজ্যপাল হয়ে এলে চিরাচরিত প্রথা ফিরিয়ে আনা হবে বলে তিনি ইঙ্গিত দেন।