এই মুহূর্তে কলকাতা

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত।


কলকাতা, ২২ ডিসেম্বর:- করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের যাত্রীদের কোভিড পজিটিভ পাওয়া গেলে তাঁদের রাজ্য সরকারের নির্ধারিত নিভৃতাবাসে থাকা বাধ্যতা মূলক করা হচ্ছে। বিদেশ ফেরত কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে কোনও হোম আইসোলেশন চলবে না বলে স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের তরফে নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার ১৪ দিনের মধ্যে যদি কোনও ‘হাই রিস্ক’ দেশ থেকে আসা যাত্রীদের কেউ কোভিড পজিটিভ হন, তাহলে তাঁদেরকেও হাসপাতালের আইসোলেশনেই থাকতে হবে।

জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের হাসাপাতালের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। এমনকি, হাসপাতালের আইসোলেশনেও এদের অন্য কোভিড রোগীদের থেকে আলাদা জায়গায় রাখতে হবে। এরপর জেনোম সিকোয়েন্সিং রিপোর্টে যদি কারও ওমিক্রন পজিটিভ ধরা পড়ে, তাহলে ৪৮ ঘণ্টার ব্যবধানে তাঁদের ২ বার RT-PCR টেস্ট করতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাঁদেরকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁদের হাসপাতাল থেকে ছাড়া হবে। এছাড়া কলকাতা পুর এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে কেউ কোভিড আক্রান্ত হলে তাঁদের জেনোম সিকোয়েন্স পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তাঁদের শরীরে ওমিক্রন সংক্রমন হচ্ছে কিনা তা দেখতেই এই সিদ্ধান্ত।