হুগলী,১৮ ডিসেম্বর:- ২০০৬ সালের ১৮ ডিসেম্বর টাটা অধিগৃহীত জমির মধ্যে ভোররাতে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ বিরুদ্ধে। সেই সময় সিঙ্গুরের জমি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে বড় আকারে পরিণত হয়েছিল। আন্দোলনকারীদের প্রধান ভূমিকায় ছিলেন হাজার হাজার মহিলা। সেই আন্দোলনের মুখ ছিল তাপসী মালিক। মহিলাদের সেই আন্দোলন স্তব্ধ করতে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ। যদিও আন্দোলন স্তব্ধ হয়নি বরং আগুনে ঘি ঢালার মত চেহারা নেয় সিঙ্গুর আন্দোলন।
এর পর কেটে যায় অনেক বছর। শেষ হয় সিঙ্গুরের জমি আন্দোলন ২০১১ পালাবদল ঘটে এ রাজ্যে। এর পর সিঙ্গুরের বাজেমিলিয়ায় তাপসী মালিক এবং জমি আন্দোলনের আর এক অন্যতম মুখ রাজকুমার ভুল যার মৃত্যু হয়েছিল পুলিশের অত্যাচারে বলেও অভিযোগ। আন্দোলনে সামিল দুজনের মূর্তি স্থাপন করা হয়। তারপর থেকেই প্রতি বছর ১৮ ই ডিসেম্বর তাপসী মালিকের মৃত্যু দিবস হিসেবে পালন করে তৃণমূল। এদিন বেচারাম মান্না ও বিধায়ক করবি মান্না সহ বহু তৃণমূল নেতা কর্মীরা তাপসী মালিকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জপন করেন।