কলকাতা,২২ ফেব্রুয়ারি:- সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি বিরুদ্ধে একটি পথনাটিকার উপস্থাপনা করলো ডিজিটাল দমদমের নাট্য প্রযোজনা অভি চক্রবর্তী । পরিচালক অংশুমান করের কবিতা সমগ্র পরিচালনায় মন্ত্রী ব্রাত্য বসু । আজ দমদম ইন্দিরা ময়দানের রাস্তার ওপরে উপস্থাপনা করা হলো । মূলত জানালেন সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সির বিরুদ্ধে এই আন্দোলন চলতে থাকবে এবং তার বিরুদ্ধে প্রায় হাজারটি পথনাটিকা করা হবে । তার জন্য ২২ টি জেলার নেতৃত্ববৃন্দ সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিজের প্যাডে চিঠি করবেন ব্রাত্য বসু যেকোনো তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি প্রতিটি মন চাই এই নাটক উপস্থাপনা করা হবে।
Related Articles
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তি।
হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন […]
বাড়তি কিছু ছাড় সহ বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলো ১৫ দিন।
কলকাতা, ১৫ জানুয়ারি:- বাড়তি কিছু ছাড় সহ রাজ্যে কোভিড জনিত বিধি-নিষেধের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হলো। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিধি নিষেধ জারি থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। তবে এ বার বিয়ে ও মেলা আয়োজনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিয়েবাড়ি বা বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে একই […]
হাওড়ার পরপর কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা।
হাওড়া,৬ জানুয়ারি:– হাওড়ার কাসুন্দিয়ায় পরপর কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। কাসুন্দিয়া কালী মন্দিরে প্রতিমার সোনা রূপোর যাবতীয় গয়না, মুকুট, রূপোর মুন্ডমালা সব চুরি হয়। মন্দিরের পিছনের জানলার গ্রিল কেটে চুরি হয়। এছাড়াও পাশাপাশি আরও কয়েকটি মন্দিরেও চুরি হয়। শিবের মন্দিরেও তালা ভেঙে চুরি হয়। সোনা রূপোর গয়না, মুকুট, প্রণামী […]







