এই মুহূর্তে জেলা

বিজেপির ধর্না মঞ্চে ডাকই পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ সিঙ্গুরের একাধিক নেতারা।

হুগলি, ১৪ ডিসেম্বর:- সিঙ্গুরে বিজেপির ধর্নামঞ্চে ডাক পেলেন না বিধানসভায় সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্র নাথ ভট্টাচার্য সহ সিঙ্গুরের একাধিক বিজেপির প্রথম সারির নেতারা। মাষ্টারমশাই এর মতে গোষ্ঠী কোন্দল কিছু একটা থাকতে পারে, তবে রাজ্য হোক বা জেলা নেতৃত্ব কেউ আমাকে আমন্ত্রণ করেনি। এমনিতেই বিধানসভায় হারের পর থেকে প্রায় কোনঠাসা সিঙ্গুর আন্দোলনের রুপকার মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

মঙ্গলবার ছন্নছাড়া আন্দোলনে রাজ্যের সব নেতা একদিনে একমঞ্চে উপস্থিত হলেও সিঙ্গুরের কৃষকদের সাথে পায়নি বিজেপি নেতৃত্ব। হাতেগোনা কয়েকজন নেতা আর তাদের অনুগামী ছাড়া বিজেপির প্রথমদিনের সিঙ্গুর আন্দোলন এককথায় ফ্লপ সো। কলকাতা পুরভোটের আগে প্রচার ছেড়ে সিঙ্গুর কেন পাখির চোখ তা স্পষ্ট করতে পারলেন না কোনও নেতাই। তার মধ্যে সিঙ্গুরের ঘরের ছেলে আমন্ত্রণ না পাওয়ায় বিজেপির আন্দোলনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠল।