হুগলি, ১৩ ডিসেম্বর:- সোমবার বারাণসীর কাশি বিশ্বনাথে নব নির্মিত করিডোরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে দেশের বিভিন্ন শৈব তীর্থে এদিন পূজার্চনা করেন বিজেপি নেতারা। সেই মত এদিন শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে পূজা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পর তারকেশ্বরের বাজিৎপুর লক্ষণ কুঠি ময়দানে দলীয় কর্মীদের সাথে বৈঠকের পর কাশি বিশ্বনাথ থেকে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান জয়েন্ট স্কিনে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন শাসকদল তৃণমূল ও তৃনমুল পরিচালিত প্রশাসনের দিকে। তিনি সতেরো জন বাংলাদেশী গ্রেফতার প্রসঙ্গে বলেন, এটা খুব লজ্জার বিষয়।
কলকাতা পুলিশ জানেই না ওখানে বাংলাদেশীরা রয়েছে বলে। ভাগ্যিস কোন একজনকে ধরার জন্য উত্তরপ্রদেশের অ্যান্টি ক্রোরাফশান বিভাগের পুলিশ কলকাতা পুলিশের সাহায্যে ওখানে গিয়েছিল। সেখানে ওই ব্যক্তিকে ধরার পাশাপাশি সতেরো জন বাংলাদেশকেও গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পুরোটাই একটা চক্রান্ত চলছে। গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয় প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, পলিটিক্যাল ট্রুরিজিমের জন্য গেছেন।যাওয়ার আগে বাংলার মহিলাদের অপমান করে গেছেন। তিনি আরও বলেন, বাংলায় রাজনৈতিক প্রচারে বাধা দেওয়া, এটা স্বাভাবিক হয়ে গেছে। এখানে গণতন্ত্রের হত্যা হয়।এই ভাবেই তৃনমুলকে কটাক্ষ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।