এই মুহূর্তে জেলা

শ্রমিক অসন্তোষের জেরে ওয়েলিংটন জুট মিলে কর্মবিরতি শ্রমিকদের , ভাঙচুর ম্যানেজারের গাড়ি ও বাংলো।

হুগলি, ৬ নভেম্বর:- রিষড়া ওয়েলিংটন জুটমিলে শ্রমিক অসন্তোষ, ভাঙচুর মিলের অফিস,ম্যানেজারের কোয়ার্টার। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। আজ সকালে মিলে কাজে যোগ দিতে যায় শ্রমিকরা। জুটমিলের কয়েকটি বিভাগে কাজ হলেও সব শ্রমিক কাজ পাচ্ছে না। তা নিয়ে অসন্তোষ থেকে উত্তেজনা তৈরী হয়। আসবাব পত্র অফিসের সামনে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর কর হয়। গত ফেব্রুয়ারী মাসে ওয়েলিংটন জুটমিলে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ ঝুলেছিল। বেশ কয়েকবার বৈঠকের পর অক্টোবর মাসে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে মিল খোলে। মিলে মেনটেনেন্সের কাজ চলার পর দশ তারিখ থেকে উৎপাদন শুরু হয়।

ধাপে ধাপে সব শ্রমিককে কাজ দেওয়া হবে বলে নোটিশ ও দেয় মিল কর্তৃপক্ষ। প্রায় এক মাস হয়ে গেলেও সব শ্রমিক কাজ না পাওয়ায় অসন্তোষ দানা বাধে। আজ সকালে মিলে গিয়ে কাজ না পাওয়ায় তারই বহিঃপ্রকাশ ঘটে। মিলের নিরাপত্তা রক্ষী রঘুনন্দন প্রসাদ গুপ্তা বলেন, শ্রমিকরা এসে ম্যানেজারকে খুঁজল। ম্যানেজার তখন ছিলেন না। তাকে না পেয়ে আমকে মারধোর করল জিনিস পত্র ভাঙচুর করল। শ্রমিকরা জানায়,ম্যানেজার খালি বলে আজ দেবো কাল দেবো কাজ। আজ সকালে কাজে যোগ দিতে গেলে কাজ মেলেনি। বলা হয়েছিল ১৮ তারিখ থেকে মিল পুরো চলবে তা হয়নি। ২২ শো শ্রমিক কাজ করে দু শো আড়াইশ শ্রমিককে কাজে নেওয়া হয়েছে। আমরা চাই সবাইকে কাজ দেওয়া হোক। উত্তেজনা থাকায় মিলে পুলিশ মোতায়েন করা হয়েছে।