এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা কৃষকসভার র‍্যালি হাওড়ায়।

হাওড়া, ১১ ডিসেম্বর:- সংযুক্ত কিষাণ মোর্চার লাগাতার কৃষক আন্দোলনের চাপে পিছু হটে কেন্দ্রীয় সরকার কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আজ ১১ই ডিসেম্বর আন্দোলনরত কৃষকরা বাড়ি ফেরা শুরু করেছেন। এদিন বিকেলে হাওড়া ময়দান থেকে শিবপুর অলোকা সিনেমা হল পর্যন্ত বিজয় দিবস উদযাপন করলো হাওড়া জেলা কৃষকসভা। হাওড়া জেলা কৃষকসভার র‍্যালি হলো হাওড়ায়।