এই মুহূর্তে জেলা

কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্যের প্রক্রিয়া শুরু।

হুগলি, ৮ ডিসেম্বর:- কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্য করতে সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে মাইকিং। সুপ্রীম কোর্টের আদেশক্রমে মৃত প্রত্যেক ব্যক্তিকে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়ার কথা ঘোষনা করেছে। ইতিমধ্যেই জেলার সব ব্লকে শুরু হয়েছে চেক দেওয়ার কাজ। সরকারী নির্দেশ অনুযায়ী কোভিডে মৃত ব্যক্তির শংসাপত্র, ভোটার ও আঁধার কার্ড, নিকট আত্মীয়ের ব্যাঙ্কের আপডেট পাসবই, পঞ্চায়েত প্রধানের লিগাল হেয়ার সার্টিফিকেট, কোর্টের এফিডেফিট জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। নির্দিষ্ট অনলাইন থেকে আবেদনপত্র জমা দিতে হবে বিডিও অফিসে।