হুগলি, ৭ ডিসেম্বর:- শ্রীরামপুর কালিবাবুর গঙ্গার ঘাটে জমা পানায় মৃত কুমিরকে ঘিরে চাঞ্চল্য। মৃত কুমিরকে দেখতে উৎসাহ মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা যায় সকালে গঙ্গার ঘাটে পানার মধ্যে ভেসে থাকতে দেখা যায়। কোথা থেকে এলো কুমিরটি তা কেউ জানে না। স্থানীয়রা দেখতে পেয়ে পুরসভাকে খবর দেয়, তাদের দাবী গঙ্গায় এতদিন স্নান করছি কখনো নজরে আসেনি। কিন্তু এই কুমির দেখে এবার আতঙ্ক লাগছে। এরপর স্নান করতে নামবো কিনা টানিয়ে যথেষ্ট চিন্তিত। পুর কর্তৃপক্ষ বনদপ্তররে খবর দিয়েছে।









