হুগলি, ৩০ নভেম্বর:- কুকুরের কামড়ে জখম হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা শুরু করল সিঙ্গুরের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দারা। পড়ে বনদফতর থেকে আহত হনুমান কে সল্টলেক রেসকিউ সেন্টারে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় হনুমান টিকে কুকুর ঘিরে ধরে কামড়ানোর সময় উদ্ধার করে বাসিন্দারা। এরপর রক্তাক্ত অবস্থায় হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে সেবা শুশ্রসা শুরু করে। রাতেই দেওয়া হয় ঔষধ, খাবার। খবর শুনেই পাড়া প্রতিবেশীরা ভীড় জমায় আহত হনুমান কে দেখতে।
কেউ দেয় কলা, কেউ আপেল, বিস্কুট, জল। এরপর আহত হনুমান টিকে লোহার খাঁচায় তুলে নিয়ে যাওয়ার সময় শাঁখ বাজিয়ে বিদায় জানায় গ্রামবাসীরা। মনে কষ্ট হলেও আহত হনুমান চিকিৎসায় সুস্হ হয়ে প্রকৃতির কোলে ফিরে আসুক এই কামনা করেছেন গ্রামবাসীরা। বনদফতরের কর্মী বলেন, জনসাধারণের মধ্যে এইধরনের বন্যপ্রাণীদের বাঁচানোর এই উদ্যোগেই বাঁচবে বন্যপ্রাণী।