খড়দা, ২৯ নভেম্বর:- প্রনয়ঘটিত কারনে সোদপুর সেন্ট জেভিয়ারস স্কুলের নবম শ্রেনির ছাত্রের উপর দুস্কৃতিদের রিভালবার নিয়ে হামলা। ছাত্রের নাম কিংশুক ঘোষ পানিহাটি অ্যাঙ্গলেস নগরের বাসিন্দা। দুস্কৃতিদের রিভালবারের বাটের ঘায়ে জখম ওই নবম শ্রেনির ছাত্র। কোনরকম স্কুলের ভিতর ঢুকে প্রানে বাঁচলো ওই ছাত্রের। ছাত্রের মরনপ্রান বাঁচার চিৎকারের আওয়াজে ছুটে আসে এলাকার বাসিন্দারা। রিভালবার সমেত হাতেনাতে চার দুস্কৃতি কে ধরে ফেলে এলাকার বাসিন্দারা।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুস্কৃতিদের ধরবার জন্য তল্লাশি চালাচ্ছে, স্কুল ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম হামলার ঘটনায় পানিহাটি দত্ত রোড এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুল এর সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়,
যারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল তারাও স্কুল ছাত্র, এই স্কুলছাত্রদের কাছে কি করে এলো আগ্নেয়াস্ত্র সে বিষয়ে সেই চারজন ছাত্র যারা হামলা চালাতে এসেছিল তাদেরকে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খড়দা থানা থেকে আটক চারজনকে খরদা বলরাম সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়। আগামীকাল তাঁদেরকে জুবিন আল কোর্টে তোলা হবে। খড়দা থানা এখন কোন আটক করে রাখা হয়েছে সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি খড়দা থানায়।