হাওড়া, ২১ নভেম্বর:- পাড়ার কুকুর ছানারা প্রতিদিন রাস্তাঘাট নোংরা করছিল। এই অপরাধে কুকুর ছানাদেরই বস্তায় ভরে স্কুটিতে করে নিয়ে ফেলে আসা হলো ভাগাড়ে। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ এই ঘটনাকে অপরাধের সঙ্গেই তুলনা করছেন। যে বয়স্ক ব্যক্তি ও মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন তাদের শাস্তিও দাবিও করেছেন অনেকে। হাওড়ার লিলুয়া অরবিন্দ নগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে ভিডিওটি শনিবার ভাইরাল হয় তাতে দেখা যায় বস্তায় ভরে কুকুর বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে এলাকা থেকে। লিলুয়া অরবিন্দ নগর এলাকায় এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়া মারফত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকার সাধারণ মানুষজন। এটা অপরাধ বলেই মনে করছেন তারা। ওই এলাকারই বাসিন্দা শান্তা দাস নামের এক মহিলার বিরুদ্ধে কুকুর ছানাগুলোকে বস্তায় করে স্কুটি করে নিয়ে যাবার ভিডিও ভাইরাল হয়। ছবিতে দেখা যায় কাশীনাথ রায় নামে এক বয়স্ক ব্যক্তি কুকুর ছানাগুলোকে বস্তাবন্দি করে শান্তা দাসের স্কুটিতে তুলে দিচ্ছেন। শনিবার ওই ঘটনা ঘটে। শান্তা দাস এই ঘটনার কথা স্বীকার করে জানান সম্প্রতি এই এলাকায় ৬টি কুকুরের ছানা জন্মায়। কিন্তু তারা তার বাড়িতে ও এলাকায় নোংরা করছিল। এরজন্য তারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। সেই কারণে বস্তায় ভরে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে তিনি রেখে দিয়ে আসেন। এলাকার মানুষরা জানান লকডাউনের সময় তারাই এলাকার কুকুরদের বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন খাবার দিয়েছেন। আর শান্তা দাস যে ঘটনা ঘটিয়েছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায়না।