এই মুহূর্তে কলকাতা

গাড়ির ওভারলোডিং নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর।

কলকাতা, ১৬ নভেম্বর:- গাড়ির ওভারলোডিং আটকাতে এবার কঠোর পদক্ষেপ করছে রাজ্যের পরিবহন দফতর। দেখা যাচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও একাংশের পণ্যবাহী গাড়ি ওভারলোডিং এর প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। বার বার একই গাড়ি ওভারলোডিং এর জন্য ধরা পড়ছে। এবার এই প্রবণতার মূলে কুঠারাঘাত করতে চাইছে পরিবহন দফতর। ওই দফতর সূত্রে খবর, এবার থেকে পণ্যবাহী গাড়ি একই ধরনের অপরাধ করে ধরা পড়লে তার জরিমানা শুধু দ্বিগুণ করা নয় বাতিল হতে পারে গাড়ির রেজিস্ট্রেশন চালকের লইসেন্স। এজন্য পরিবহন দপ্তর ডিজিটাল ব্যাবস্থার সাহায্য নিতে চলেছে। ইতিমধ্যে পুলিশ ও পরিবাহন দফতর তাদের নিজস্ব পোর্টাল তৈরি করেছে। এই পোর্টাল কে কেন্দ্রীয় পোর্টাল বাহনের সঙ্গে যোগ করা হয়েছে।

এর ফলে কোন গাড়ি আইন ভাঙলেই তার রেকর্ড থাকবে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ই চালান চালু হওয়ায় পণ্যবাহী গাড়িতে ওভারলোডিং সংক্রান্ত অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন কিছু গাড়ির আইন ভাঙার প্রবণতা রয়েছে। দেখা হবে কোন কোন গাড়ি আইন ভাঙছে এবং তাদের অপরাধ কি ধরনের যেমন ওভারলোডিং নাকি বীমা না থাকা, কর ফাঁকি কিংবা গাড়ির দূষণমুক্ত না থাকার সার্টিফিকেট ইত্যাদি। পরিবহন সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন পুরো বিষয়টি বাহন পোর্টালে যুক্ত হলে ওভারলোডিং এর সমস্যা নিয়ন্ত্রণ করা কিছুটা সম্ভব হবে। পাশাপাশি বারবার একই অপরাধের জন্য চালকের লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা র কথা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করা হচ্ছে।