খানাকুল, ১২ নভেম্বর:- দুর্গাপুজো, কালিরপুজোর পর জগদ্বাত্রী পুজোয় সামিল আপামোর বাঙালী।বন্যা প্রবন খানাকুলের মানুষ শারদ উৎসব হিসাবে পালন জগদ্বাত্রী পুজোকে।এই বছরও খানাকুল জুড়ে জগদ্বাত্রী পুজোর উৎসবে মেতে উঠেছে খানাকুলবাসী।এদিন খানাকুলের নাইট ক্লাব জগদ্ধাত্রী পুজো আট বছরে পদার্পণ করে।এই পূজোর উদ্বোধন করেন সাংসদ অপরুপা পোদ্দার ও আরামবাগ পৌর সভার প্রশাসক স্বপন নন্দী।রাজ্যে চন্দননগরের পর বিখ্যাত জগদ্বাত্রী পুজো দেখা যায় হুগলির খানাকুলের রাজহাটিতে।
বন্যাপ্রবণ রাজহাটি শারদোৎসব পালন করে জগদ্ধাত্রী পুজোয়। কেননা প্রায় প্রত্যেক বছরই খানাকুলের ২৪ টা পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত হয়।এই বছরও তিনবার ভয়াবহ বন্যার শিকার খানাকুল।তাই খানাকুলের মানুষ দুর্গা পুজো বদলে জগদ্বাত্রীপুজোকে শারদ উৎসব হিসাবে বরন করে নেয়।এদিন আরামবাগ সাংসদ বলেন,আট বছর ধরে এই ক্লাবের পুজো হচ্ছে। পুজো করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলুক কাজের সাথে এই ক্লাব যুক্ত।মায়ের কাছে প্রার্থনা সকলে ভালো ও সুস্থ থাকুন।