হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার বা পুলিশের জন্য অপেক্ষা না করেই দেহটিকে কেন আগেভাগেই নামিয়ে বিছানায় শুইয়ে রাখা হলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। মাত্র তিন বছর আগে স্মৃতিলেখার বিয়ে হয়েছিল।
২ বছরের এক সন্তান রয়েছে এদের। বাপের বাড়ির অভিযোগ, বিভিন্ন কারণে অশান্তি ছিল এদের পরিবারে। স্বামীর ব্যবসার জন্য গয়নাগাটি দাবি করা হতো। বাড়িতে খাওয়াদাওয়া নিয়ে প্রায়শই অশান্তি হতো। মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ। এটি আত্মহত্যা নাকি খুন, ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন তাঁরা। সোমবার সন্ধ্যায় সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে নিশ্চিন্দা থানা। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।