কলকাতা, ৫ নভেম্বর:- বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রেস ক্লাব, কলকাতা তার এক পরম সুহৃদ কে হারালো। প্রেস ক্লাব, তথা সাংবাদিকদের সঙ্গে তিনি সব সময়েই অত্যন্ত নিকট সম্পর্ক রেখে চলতেন। ক্লাবের উন্নয়ন ও সংস্কারে কলকাতার মেয়র হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি প্রেস ক্লাব কলকাতা-র বহু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিধানসভার লবিতে বা অন্য কোনও জমায়েতে তিনি সহজেই সাংবাদিকদের সঙ্গে নানান আলাপচারিতায় একান্ত আন্তরিক ভাবে যোগ দিতেন। তাঁর রসিকতাবোধ সাংবাদিক মহলে বিশেষ জনপ্রিয় ছিল। তিনি সবসময়ই সাংবাদিকদের ধরাছোঁয়ার মধ্যেই বিচরণ করতেন। সংবাদ জগতের যেকোনও সমালোচনা তিনি হাসিমুখে মেনে নিতেন শুধু নয়, সাদরে তা গ্রহণও করতেন। তাঁর বর্ণময় ব্যক্তিত্ব সমকালীন সাংবাদিকদের স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। প্রেস ক্লাব, কলকাতা বিশিষ্ট রাজনৈতিক নেতা, মন্ত্রী, ক্লাবের শুভাকাঙ্ক্ষী এবং সাম্মানিক আজীবন সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁর স্ত্রী, সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, শ্রীমতী ছন্দবাণী মুখোপাধ্যায়ের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
Related Articles
জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ। ধৃত শিক্ষক। আনা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ১৬ মার্চ:- জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলেন এক শিক্ষক। ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি (৩৮) বলে জানা গেছে। ধৃতের বাড়ি পুরুলিয়া জেলায়। গত কয়েক বছর ধরে তিনি হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৪ মার্চ রাতে তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। […]
রামগোপাল বর্মার ‘করোনা ভাইরাস’, তবে ট্রেলারে !
এন্টারটেনমেন্ট ডেস্ক , ২৮ মে:- একদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ, ঠিক তখনই আবার সামনে এল করোনা ভাইরাস! কী শুনে ভয় পেয়ে গেলেন? আসলে লকডাউনের মধ্যেই ‘করোনা ভাইরাস’ নামে একটি সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক। খোদ রামগোপাল বর্মা। যদিও সিনেমাটি তৈরি হয়েছে তেলেগুতে। পুরো শুটিং হয়েছে এই লকডাউনের মধ্যেই এবং সরকারের সব নিয়ম মেনে। […]
সৌরভকে শুভেচ্ছা আইসিসির।
স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কি সৌরভ গাঙ্গুলি? পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে তিনি ভীষণ ভাবেই রয়েছেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আজ ৮ জুলাই সে আলোচনা দূরে সরিয়ে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। আজ ৪৮-এ পা দিলেন […]