নদীয়া, ২০ অক্টোবর:- শান্তিপুরে ভাগীরথী তীরবর্তী টেংরিডাঙ্গা, চৌধুরীপাড়া, চর সারাগর, গবারচর, স্টিমার ঘাট, মালিপোতা সহ বিস্তীর্ণ এলাকার বিঘে বিঘে চাষের জমি শয়ে শয়ে বসতবাড়ি তলিয়ে গেছে ভাগীরথী গর্ভে। সরকারি খাজনা দেওয়া সত্বেও ক্ষতিপূরণ মেলেনি কিছু, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি প্রশাসনের কর্মকর্তারা বছরে একাধিকবার এসে পৌঁছান খবরের জেরে। ইতিমধ্যেই ভোট উৎসব শুরু হয়েছে। ভোট প্রচারে উদ্দেশ্যে সামিল হয়েছিলেন সকল দলের প্রার্থী, কিন্তু তার কিছুটা দূরে চর এলাকার ২৭ টি পরিবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিয়েছে অথচ সেখানে আজ পর্যন্ত ভোট চাইতে যাননি কোন প্রার্থীই। ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য তাদেরকে উঠে যেতে বলা হয়েছে বলে জানান তারা, কোথায় থাকবেন তারও নিশ্চয়তা নেই এই মুহূর্তে। গতকাল এই অঞ্চলে তৃণমূলের প্রায় গোটা নদীয়া জেলার নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন, ভোট প্রচারে। মতুয়া অধ্যুষিত এলাকায় মতুয়াদের ভোট সংগ্রহ করতে এসেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুর। তৃণমূল হোক বা সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউই সরাসরি তাদের কাছে পৌঁছানোর এখনও।
