এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে পূজা মণ্ডপের মধ্যেই মৃত্যু ঢাকির।

হুগলি,১১ অক্টোবর:- পুজো মণ্ডপের মধ্যেই মৃত্যু হল এক ঢাকির।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর নেতাজী সুভাষ অ্যাভিনিউর একটি বারোয়ারী পুজো মণ্ডপে। বছর ৩৮ এর অঞ্জাত ওই ঢাকির বাড়ি বাকুঁড়ায়। এ দিন পুজো মন্ডপে ঢাক বাজানোর পরেই মণ্ডপের বিদ্যুতের সুইচ বোর্ডের সামনে আচমকাই লুটিয়ে পড়ে। উদ্যোক্তারা ঢাকি কে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ওই ঢাকির মৃত্যুর কারণ বিদ্যুৎপৃষ্ট না শারিরীক অসুস্থতা সেটা পুলিশ খতিয়ে দেখছে।