হুগলি, ৩ অক্টোবর:- ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকায় যে সমস্ত হকার অটো টোটো চালক এবং চায়ের দোকানের ব্যবসা করে দিন গুজরান করেন তাদের রেল কর্তৃপক্ষ বাধা দিচ্ছে। ফলে এই সমস্ত গরীব মানুষেরা যারা দিন আনে দিন খায় সেই সমস্ত হকার ভাই টোটো চালক, রিক্সা চালক, চায়ের দোকান তারা কোথায় যাবেন। এর বিরুদ্ধে আজকে প্রতিবাদে সামিল হয়েছিলেন চন্ডীতলা বিধায়ক স্বাতী খন্দকার। ডানকুনির এই আন্দোলন তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রেল লাইন বরাবর প্রচুর ঝুপড়ি আছে তারাই বা কোথায় যাবে।
এই সমস্ত বিষয়গুলি চিন্তা করতে হবে রেল পক্ষকে। তার অভিযোগ যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক লাভজনক সংস্থা বিক্রি করে দিচ্ছেন তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ করতে হবে। এ দিনের আন্দোলনে আন্দোলনরত হকার টোটো চালক অটো রিক্সা চালিয়ে ছোট চায়ের দোকান দিয়ে যারা ব্যবসা করেন তারা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। এছাড়াও ডানকুনি পুর প্রশাসক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ধর্না আন্দোলনে হাজির হয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হোন।