হাওড়া,১৬ ফেব্রুয়ারি:- হাওড়া পুরসভার টাইম কলের জলে মিলছে কেচো, বিছে সহ পোকামাকড়। ৩৯ নং ওয়ার্ডের নস্করপাড়ার ঘটনা। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিশ্রত পানীয় জলের নামে অপরিশোধিত জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। এমনই অভিযোগে সরব হয়েছেন হাওড়া পুরসভা এলাকার ৩৯নং ওয়ার্ডের নস্করপাড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বিভিন্ন বাড়িতে যে জল সরবরাহ করা হচ্ছে তা ব্যাবহারের অযোগ্য বলে অভিযোগ উঠেছে। কেন্নো, কেচো, বিছে জোঁক সহ পোকামাকড় প্রায়শই চলে আসছে টাইম কলের জলের সঙ্গে। বাসিন্দারা কলের মুখে ছাঁকনি লাগিয়ে কোনওরকমে সেই জল শৌচালয় ও স্নানের কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এলাকায় পানীয় জলের বিকল্প ব্যবস্থাও নেই।
যে কারণে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। এনিয়ে পুরসভার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় মানুষের অভিযোগ নজরদারি না থাকার কারণে পুরসভার উদাসীনতায় পানীয় জলের পাইপ লাইনের সঙ্গে কোনওভাবে মিশছে নর্দমার নোংরা জল। যে কারণেই এই সমস্যা। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা খাঁ বলেন, “জল থেকে জোঁক বেরিয়েছে প্রায় আট-ন’টার মতো। রোজ বিছে, কেন্নো পদ্মপুকুরের টাইম কলের জল দিয়ে বেরোচ্ছে। পাঁক পচা ঘোলা জল বেরচ্ছে। যেটা আমাদের খেতে হচ্ছে। আরো দু তিনটে বাড়ি থেকেই বেরিয়েছে। পুরসভা কোনও নজর দিচ্ছে না। আমরা পুরসভাকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”Related Articles
পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে হাওড়া থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- হাওড়া হাসপাতালের ঘটনায় হাওড়ার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন বিকেলে হাওড়া থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া জেলা সদর […]
পরিষ্কার হচ্ছে না নর্দমা, মশার আঁতুড় ঘর চুঁচুড়া!
সুদীপ দাস, ১২ নভেম্বর:- শিয়রে করোনা, তার উপর দোসর ডেঙ্গু-ম্যালেরিয়া! বর্তমানে মশার উপদ্রবে নাভিশ্বাস চুঁচুড়াবাসীর। বর্ষার দৌরাত্ম কমলেও হুগলীর সদর শহর চুঁচুড়ায় নিকাশী ব্যাবস্থার বেহাল দশা। ছোট-বড় বহু নর্দমাই অবধি পরিস্কার হচ্ছে না। ফলে জমা জলে কিলবিল করছে মশার লার্ভা। বাড়ছে মশার সংখ্যা। সকাল থেকে রাত মশার উপদ্রবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। ইচ্ছা না থাকলেও বাধ্য […]
মদ্যপ যুবকদের বাইক রেস। গুরুতর জখম এক ছাত্র ও তার বাবা।
হাওড়া,৮ জানুয়ারি:- বুধবার বনধের দিন দুপুরে মদ্যপ যুবকদের বাইক রেসের তান্ডবে দুর্ঘটনাগ্রস্ত হয় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র ও তার বাবা। হাতে গুরুতর চোট নিয়ে ছাত্রটি বর্তমানে শয্যাশায়ী। বাইক চালকেরাও ঘটনায় অল্পবিস্তর জখম হন। এই ঘটনা ঘিরে এদিন বেলুড় শ্রমজীবী হাসপাতালের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আসে ঘটনাস্থলে। একজনকে আটক করা হয়। এদিন দুপুরে […]