এই মুহূর্তে জেলা

ডাকাতদলের দেওয়া অষ্টধাতুর সিংবাহিনীর পুজো শুরু চুঁচুড়ার দত্তবাড়িতে।

সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- সালটা ছিল ১৭৪২ কি ৪৩। বর্ধমানের কুরমান পলাশি গ্রামের বাসিন্দা রামচন্দ্র দত্তর বাড়ি থেকে লক্ষ্মী-নারায়নের শালগ্রাম শিলা নিয়ে নেয় সেখানকার তৎকালীন রাজা।

এর পর পরই রামচন্দ্রের বাড়িতে ডাকাত পরে। ডাকাতদল ওই বাড়িতে কিছু না পেয়ে একটি অষ্টধাতুর সিংহবাহিনীরূপী দেবি দুর্গার মুর্তি দিয়ে যান। সেসময় বর্গীদের আক্রমনের ভয়ে বর্ধমান ছেড়ে হুগলীর চুঁচুড়ায় ষন্ডেশ্বরতলার সন্নিকটে চলে আসেন দত্ত পরিবার। সেই শুরু।

প্রায় আড়াইশো বছরের বেশী সময় থেকে চুঁচুড়ার এই দত্তবাড়িতেই শুরু হয় দুর্গাপুজো। সিংহবাহিনীরূপি এই দুর্গা মায়ের বোধন হল বৃহস্পতিবার। নিয়ম মেনে কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের নবমি পর্যন্ত এখানে মায়ের পুজো হয়।