সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- এইমসের পর নিট। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আবারও প্রথম হুগলীর অমর্ত্য সেনগুপ্ত। নিটে ৮০০-র মধ্যে ৭১৪ নম্বর পেয়ে পেয়েছে অমর্ত্য। হুগলীর ব্যান্ডেল কোদালিয়ার বাসিন্দা অমর্ত্য ব্যান্ডেল ডন বস্কের ছাত্র ছিল। ডন বস্ক থেকে ২০১৫সালে উচ্চমাধ্যমিক দেওয়ার পর জয়েন্ট দিয়ে ডাক্তারি পড়া শুরু করে কোলকাতা মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজে এমবিবিএস দিয়ে ২০২১ সালের জুলাই মাসে চিকিৎসা ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এআইআইএমএস-এ প্রথম স্থান অধিকার করে।
এরপর থেকে দিল্লীর এইমসে প্রাকটিস করছিলেন অমর্ত্য। দিল্লীর উড়ানে থেকেই রাত ১টায় বাড়িতে ফিরে সকালে কোলকাতায় নিট পরীক্ষা দিতে বেড়িয়ে যায় অমর্ত্য। সেখানেও বাজিমাত। নিটের মত সর্বভারতীয় পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করল অমর্ত্য। আপাতত অমর্ত্যর বাবা পেশায় কোলকাতা হাই কোর্টের সরকারী আইনজীবি সুশোভন সেনগুপ্ত ও গৃহবধু মা মধুমিতা সেনগুপ্ত দিল্লীতে ছেলের কাছেই রয়েছেন। একান্নবর্তী সেনগুপ্ত পরিবারে অমর্ত্যর জ্যেঠু পেশায় চিকিৎসক জে. সেনগুপ্ত ও জেঠিমা কৃষ্ণা সেনগুপ্ত বেজায় খুশি।