হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের জন্য হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সব হোটেল, গেস্ট হাউসগুলোতেও পুলিশ তল্লাশি ও নজরদারি শুরু করেছে। মঙ্গলবার থেকেই চলছে নজরদারি। কোনও বহিরাগত বা কোনও দুষ্কৃতীরা যেন কেউ সেখানে জমায়েত না হতে পারে। মঙ্গলবার রাতে, বুধবার সকালে এবং সন্ধ্যেয় এই বিশেষ তল্লাশি চালায় হাওড়া সিটি পুলিশ ও গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া ব্রিজে তল্লাশি চলছে। নাকা চেকিং চলছে। গঙ্গার ঘাটগুলোতেও নজরদারি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
