প্রদীপ বসু ,৫ ফেব্রুয়ারি:- আমরা যদি রক্ত দিতে পারি তাহলে আপনারাও এগিয়ে আসুন রক্ত দিতে। রবিবার সমাজের সব শ্রেণির মানুষের জন্য এই বার্তা দিল শেওড়াফুলি হ্যান্ডিক্রাফট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন। শেওড়াফুলি নোনাডাঙ্গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তারা। দৃষ্টি শক্তিহীন নারি পুরুষেরা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করে মহতি উদ্যোগ গ্রহণ করল। তারাই পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশন করে এই সামাজিক অনুষ্ঠানের সূচনা করে।
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু এই গান এই অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দিয়েছে।মঞ্চে উপস্থিত অতিথিদের সন্মান প্রদান করে, এই সব মানুষেরা। তবে এই উদ্যোগ প্রথম নয়। এর আগেও পাঁঁচবার রক্তদান শিবিরের আয়োজন করেছিল অ্যাসোসিয়েশন। ছিলেন বৈদ্যবাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান, শেওড়াফুলির টিওপির মেজবাবু,ও বিশিষ্ট সমাজসেবি এবং তৃণমুল নেতৃত্ত্ব। ৫০ জন রক্তদাতা রক্তদান করলেন।