কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- নিম্নচাপের জেরে কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ সামলাতে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব এইচ কে দিবেদী। এই বৈঠকের সেচ দপ্তর কলকাতা পুরসভা পূর্ত দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং দক্ষিণ বঙ্গের জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সূত্রের খবর ছটি অতিরিক্ত কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডাকা হয়েছে।
তারমধ্যে তিনটি বাহিনীকে কলকাতা পুরসভার জন্য রাখা হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় জন্য পর্যাপ্ত পরিমাণে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সঙ্গে সঙ্গে যাতে বাহিনী গুলিকে ব্যবহার করা যায়। নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকছে। পাশাপাশি জেলা গুলিতে ও কন্ট্রোল রুম খোলা হয়েছে।