এই মুহূর্তে জেলা

যাবজ্জীবন খুনের সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বাড়ি এসে প্রায় মাসখানেক ধরে ফেরার।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- যাবজ্জীবন খুনের সাজাপ্রাপ্ত এক আসামী প্যারোলে বাড়ি এসে প্রায় মাসখানেক ধরে ফেরার। ২০১৭ সালে বালির এক মহিলাকে গলা কেটে খুনের ঘটনার ওই আসামীর নাম দীপক সিং। লিলুয়া থানা এলাকার ভট্টনগর অঞ্চলের বাসিন্দা দীপক সিং। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীপক প্রেসিডেন্সি জেলে খুনের সাজাপ্রাপ্ত ছিলেন।

জুলাই মাসের ২৫ তারিখ এক মাসের প্যারোলে লিলুয়ার বাড়ি আসেন দীপক। গত মাসের ২৩ তারিখ থেকে থানায় হাজিরা না দিয়ে ফেরার দীপক। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে খুনের আসামি দীপককে খোঁজার তদন্ত শুরু করেছে লিলুয়া থানা।