কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- আসানসোলের বিজেপি সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য গত ৩১ জুলাই বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে ওই সময় তিনি অন্য কোন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা খারিজ করে দেন। ভবানীপুরে ভোটের আগে জোর ধাক্কা বিজেপির।প্রসঙ্গত, এই কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে তারকা প্রচারকের ভূমিকায় নাম ছিল বাবুলের।
প্রিয়াঙ্কাকে সমর্থনের কথা জানিয়ে ছিলেন বাবুল। কিন্তু তার মধ্যেই আকস্মিকভাবেই তৃণমূলে যোগদান বাবুলের। স্বাভাবিকভাবে তাঁর যোগদান তৃণমূলের জন্য বাড়তি অক্সিজেন। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা বিশ্বাসঘাতকতা। পার্টি ওঁকে মন্ত্রিত্ব থেকে কিছুদিনের জন্য অবসর দিয়েছিল। আসানসোলের জনাদেশ প্রতারিত হল। ওঁর মূল লক্ষ্য ছিল মন্ত্রিত্ব পাওয়া, সেটা এখন বোঝা যাচ্ছে। ২০২৪-এ আসানসোল থেকে পদ্মফুলই ফুটবে। ’পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল জানান, বাংলার মানুষের জন্য কাজ করতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর সঙ্গে কেন্দ্রে মন্ত্রীত্ব হারানোর কোনও সম্বন্ধ নেই। আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন বলেও বাবুল জানিয়েছেন।