কলকাতা,১৪ সেপ্টেম্বর:- নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বরানগর রোড থেকে ভুয়ো পুলিশ অফিসার অনিরুদ্ধ দত্তকে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। অনিরুদ্ধ দত্ত নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে পায়রাডাঙ্গার বাসিন্দা রথীন মল্লিকের কাছ থেকে টাকা নেয়, খোঁজ খবর নিয়ে রথীন বাবু জানতে পারেন এই নামে কোন অফিসার লালবাজারের অপরাধ দমন শাখায় কর্মরত নেই। তারপর তিনি আজ সকালে বরনগর থানায় অনিরুদ্ধ দত্তর নামে প্রতারণার অভিযোগ দায়ের করলে বরনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অনিরুদ্ধ দত্তকে গ্রেপ্তার করে। অনিরুদ্ধ দত্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে সে নকল পরিচয় পত্র ও নকল পুলিশের ড্রেস পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলতো। আগামীকাল সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠাবে বরানগর থানা পুলিশ।
