মালদা,১১ ফেব্রুয়ারি:- পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পড়ে ৫০ উর্দ্ব মহিলার কাছ থেকে ছিনতাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরের অভিরামপুর এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। শহরের গৌড় রোডের বাসিন্দা শ্যামলী দাস জানান আজ সকালে একটি টোটোতে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তার পথ আটকায়। তারা তাকে বলে শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে। তিনি যাতে তার গয়না গুলো খুলে একটি কাগজে ভরেন। এরই মধ্যে ওই পুলিশকর্মীরাই তার গয়নাগুলো খুলে নেয় ও একটি কাগজে মুড়ে তাকে দেয়। বাড়িতে ফিরে তিনি দেখেন কাগজের প্যাকেট খুলতে একটি রয়েছে প্লাস্টিকের চুড়ি নেই কোন গয়না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পোশাক পড়ে পুলিশ লাইনের সামনে এ ধরনের প্রতারণার ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। ওই মহিলা ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Related Articles
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মঙ্গলবার রাজ্যে প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৭ মে:- প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সপ্তম তথা শেষ দফার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাজ্যে আসছেন। দুদিনে রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রাজ্যে এসে পৌনে তিনটে নাগাদ বারাসতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টে নাগাদ যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যাদবপুরে জনসভা করার কথা রয়েছে মোদির। এই […]
মাধ্যমিকে চতুর্থ তপজ্যোতি আগামীদিনে কার্ডিওলজিস্ট হতে চায়।
হুগলি, ২ মে:- ক্লাস ওয়ান থেকে ক্লাস ১০ পর্যন্ত কোনো দিনও দ্বিতীয় হয় নি! সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মন্ডল। এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক সেখানে ও চূড়ান্ত সফল। ৯৮.৫৭ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকের চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মন্ডল। তোপয্যোতি এর মাধ্যমিকের মোট প্রাপ্ত নম্বরের পরিমাণ […]
বাপ-বেটা ঠিক করুক কে সত্যি বলছে, চুঁচুড়ায় এসে মুকুল প্রসঙ্গে মত দিলিপের।
হুগলি ২০ এপ্রিল:- বিজেপির অনেক ক্ষতি হয়েছে,পশ্চিমবঙ্গে রাজনীতির অনেক ক্ষতি হয়েছে,মুকুল রায়ের প্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ। আজ চুঁচুড়া আদালতে দিলীপ ঘোষ। ২০১৯ সালের ২১ জুলাই গুড়াপ থানার একটি মামলায় জামিন নিতে আসেন বিজেপি সহ সভাপতি।আদালত থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন,পশ্চিমবঙ্গের কোন না কোন আদালতে আমার নামে মামলা করা হয়েছে। আমি যাইনি জানিও না কি কারণে […]