নিউ দিল্লী,১১ ফেব্রুয়ারি:- আজ সকাল থেকেই সবার নজর দিল্লীতে। চলছে ৭০ আসনের বিধানসভার ভোটগণনা। সব দিক থেকে দেখলে এখনো পর্যন্ত ঝাড়ুর জয়জয়কার চারিদিকে। সবকটি এক্সিট পোলেই আপের ঝড়ের ইঙ্গিত থাকলেও ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছে আপ। এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেছে তারা। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির দাবি, তাঁরা ৫৫টি আসনে জিতবেন।কিন্তু বিজেপির সব হিসেব নিকেশকে মুছে দিয়ে অাপাতত আপ এগিয়ে ৫৩ আসনে, বিজেপি ১৭টিতে। ইতিমধ্যেই জয়ের উল্লাস আপ শিবিরে। এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া। পিছিয়ে আপের অতিসী। মঙ্গলবার সারা দেশের নজর এই ভোটের দিকে।
আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবারও জিতে হ্যাটট্রিক করেন, নাকি সর্বশক্তি নিয়ে ঝাঁপ দেওয়া বিজেপি ২১ বছর পর এবার ক্ষমতায় আসতে চলেছে, কৌতূহল তা নিয়েই। এবারের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে দুটি জনসভা করেছেন। আনা হয়েছিল যোগী আদিত্যনাথ সহ বিজেপির ও জোটসঙ্গীদের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। কংগ্রেসের তরফে সভা করেছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। সভা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে কংগ্রেসের কোনো খাতাই খোলেনি এখানে।সব মিলিয়ে ফের মসনদে বসতে চলেছে আম আদমি পার্টি। তাই ইতিমধ্যেই রাস্তায় বেরিয়ে বিজয় উৎসবে আপ সমর্থকেরা।