কলকাতা , ৩০ জুলাই:- শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের পছন্দমত এলাকায় বদলির সুযোগ করে দিতে রাজ্য সরকারের ঘোষিত উৎসশ্রী প্রকল্প কাল থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল উৎসশ্রী পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২রা আগস্ট থেকে শিক্ষক শিক্ষিকারা ওই পোর্টালের মাধ্যমে বদলির জন্য আবেদন জানাতে পারবেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকেরা এই প্রকল্পের সুযোগ পাবেন। শিক্ষাসচিব মণীশ জৈন উৎসশ্রী প্রকল্পটিকে সফল করতে সব রকম পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিজের বা পরিবারের কোনও সদস্যের অসুস্থতা, কর্মস্থলের দূরত্ব, শারীরিক অক্ষমতা সহ নির্ধারিত বেশ কিছু কারণ দেখিয়ে শিক্ষকেরা তাদের পছন্দমত জায়গায় বদলির আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জানানোর পাশাপাশি তার স্বপক্ষে নথিপত্র জমা করা যাবে অনলাইনে। অনলাইনেই আবেদনের নিষ্পত্তি করা হবে। আবেদনের অগ্রগতি সময় সময় এস এম এস ও ইমেইল মারফত আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী কোনও প্রাণঘাতী অসুখে আক্রান্ত হলে জরুরী ভিত্তিতে তাঁর বদলির আবেদনের নিষ্পত্তি করা হবে। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ এবং ঝঞ্ঝাটমুক্ত হবে বলে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে দাবি করা হয়েছে।
Related Articles
খুলল বেলুড় মঠ।
হাওড়া , ১৭ অক্টোবর:- পুজোয় আট দিন বন্ধ থাকার পর রবিবার থেকে মঠের ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো বেলুড় মঠ। আগেই জানানো হয়েছিল, ১লা অক্টোবর থেকে মঠ প্রতিদিন খোলা থাকবে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। সেই সূচি অনুযায়ী পুজোর পর এদিন থেকে মঠ ভক্ত […]
আজও দুর্ভোগ অব্যাহত হাওড়ায়, এখনও পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে।
হাওড়া, ২২ মার্চ:- হাওড়ার বেলগাছিয়ায় আজও দুর্ভোগ অব্যাহত। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মেরামতের কাজ। এখনও পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত। গতকালের মতো আজ সকালেও ফাটল দেখা যায় একাধিক জায়গায়। দেখা যায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে। মানুষজন রীতিমতো আতঙ্কিত। প্রায় ৩০টির পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী […]
১০০ দিনের কাজের মজুরি দেওয়ার কাজে এবার টাস্ক ফোর্স গঠন রাজ্যের।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- একশ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মোট ২৪ […]